More around !

Sunday, February 26, 2017

Review Of Amar Ride Bike transport service in Dhaka

দরকার ছিল অল্প সময়ে পৌছানোর, মোটর বাইক একটা ভাল সমাধান, ট্রাই করার জন্য আজ চেস্টা করলাম 'আমার রাইড' এপ। সাথে সাথে বাইকার এর কল পেলাম কিন্তু আমার পিক লোকেশনে আসতে লাগিয়ে দিল ২০ মিনিট! বাইক চালানোর সময়য় জিপিএস দেখতে পায় না দেখেই ভুল রাস্তায় চলে গেছিল।
এরপর রাঈড শুরু হবার পর ঝড়ের গতিতে আমার পল্লবি বাসা থেকে শ্যামলী নিয়ে গেল মাত্র ২০ মিনিটে!
এরপর ভাড়া দেখে তো আমার অবাক, এত কম ভাড়া হবে ধারনাই ছিল না ! প্রায় ৭ কিমি এর ভাড়া ৬৮ টাকা এসেছে মাত্র!
এরা কোন প্রোমো কোড না দিলেও ভাড়া খুবি কম রেখেছে। কারন হল এদের এপে মিনিট হিসেবে বিল করে।
এদের কার সার্ভিস ও আছে, ফিরতি রাস্তায় এয়ারপোর্ট যাবার সময়য় অবশ্য এপে কাছাকাছি কোন কার শো করে নাই, গাড়ির সংখা কম মনে হয়। এখন থেকে এই এপে সবার আগে ট্রাই করব, ঊবার এর চে অনেক কম খরচ!
আধা ঘন্টা পর আবার কল সেন্টার থেকে ফিডব্যাক-ও নিল। বলে দিলাম একটা মোবাইল ফোন হোল্ডার থাকলে বাইকার চালানোর সময়য় জিপিএস ঠিকমত দেখতে পাবে।
দেখা যাক কদ্দিন এমন কম খরচ রাখতে পারে Amar Ride 
download from play store:Android: https://play.google.com/store/apps/details?id=com.empiregroup.amarride&hl=en 
Apple: https://itunes.apple.com/us/app/amarride/id1151407001?ls=1&mt=8

No comments: